পতিত আওয়ামী সরকারের দীর্ঘ দুই মেয়াদে রাষ্ট্রপতি ছিলেন আবদুল হামিদ। এর আগে কয়েক মাস ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিসহ দীর্ঘদিন স্পিকারের দায়িত্ব পালন করেন স্বৈরাচার শেখ হাসিনার বিশ্বস্ত এই নেতা।
খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে তোলপাড় চলছে। গত বুধবার রাত ৩টায় কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে ভিআইপি গেট দিয়ে তিনি থাই এয়ারওয়েজে বাংকক গেছেন। সেখান থেকে তিনি দিল্লি যাবেন বলে জানা গেছে।